ফরহাদ - ঢাকা
৬৩৭২. Question
আলহামদু লিল্লাহ, গত সপ্তাহে এলাকার এক মেয়ের সাথে আমার বিয়ে হয়। তখন বিভিন্ন ব্যস্ততার কারণে অনেক বন্ধুকে দাওয়াত দেওয়ার সুযোগ হয়নি। তাই অনেকেই ফোন করে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলে। গতকাল এক বন্ধু ফোন করে বলল, তুই নাকি বিয়ে করেছিস? তখন আমি তাকে দুষ্টমির সুরে বললাম, আমি এখনো বিয়ে করিনি। করলে তোকে অবশ্যই দাওয়াত দেব। পরে এ কথাটি আমার মনে খটকা তৈরি করে।
তাই জানতে চাচ্ছি, উক্ত কথার কারণে বিয়ের কোনো সমস্যা হয়েছে কি? দয়া করে জানাবেন।
Answer
প্রশোক্ত কথার দ্বারা আপনাদের বৈবাহিক সম্পর্কের কোনো সমস্যা হয়নি; বরং তা পূর্বের মতোই বহাল আছে। কিন্তু স্পষ্ট বিষয় যে, ঐ কথাটি সম্পূর্ণ মিথ্যা কথা, যা কবীরা গোনাহের অন্তর্ভুক্ত। তাই এর জন্য তওবা-ইস্তেগফার করতে হবে এবং ভবিষ্যতে দুষ্টমির ছলে হলেও মিথ্যা বলা থেকে বিরত থাকতে হবে।
―সহীহ বুখারী, হাদীস ২৬৫৪; আলমুহীতুর রাযাবী ৩/২২৭; বাদায়েউস সানায়ে ৩/১৭১; রদ্দুল মুহতার ৩/২৮৩