রফিক হাসান - মিরপুর, ঢাকা
৬৩৭১. Question
আমি ও আমার কিছু ইন্ডিয়ান ব্যবসায়ী বন্ধু উমরায় যাওয়ার নিয়ত করি। সেমতে আমি ইহরাম ছাড়াই ইন্ডিয়া যাই। উদ্দেশ্য, সেখান থেকে ইহরাম করে তাদের সাথে মিলে উমরায় যাব। কিন্তু ইন্ডিয়া এসে জানতে পারি, তারা এবছর উমরায় যাবে না। তখন আমিও উমরার নিয়ত ত্যাগ করি। তবে আমার অন্য ব্যবসায়িক কাজ থাকায় আমি জেদ্দা যাই। এখানে এসে নিয়ত হয় যে, উমরাটা করেই ফেলি। জানতে চাই, এখন আমার উমরার প্রক্রিয়া কী হবে? ইহরাম কোত্থেকে করব? আমি ইহরাম ছাড়াই জেদ্দা চলে এসেছি এজন্য কি কোনো জরিমানা দিতে হবে?
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি যেহেতু প্রথমে জেদ্দার উদ্দেশ্যেই এসেছেন, মক্কায় গমন বা উমরা পালনের কোনো নিয়ত তখন ছিল না, তাই এক্ষেত্রে ইহরাম ছাড়া জেদ্দায় আসা আপনার ঠিক হয়েছে। আর জেদ্দা যেহেতু মীকাতের ভেতরে হিলের অন্তর্ভুক্ত, তাই এখন আপনি উমরার জন্য জেদ্দা থেকেও ইহরাম করতে পারেন। এমনকি আরো সামনে অগ্রসর হয়ে হেরেমের এরিয়ায় প্রবেশের আগে হিলের অন্য যেকোনো জায়গা থেকেও ইহরাম করতে পারেন।
―আলমাবসূত, সারাখসী ৪/১৬৮; আলমুহীতুর রাযাবী ২/১৩৮; তাবয়ীনুল হাকায়েক ২/৩৯৭; রদ্দুল মুহতার ২/৪৭৭