Shaban 1445 || February 2024

আরশাদ - কুমিল্লা

৬৩৭০. Question

আমার বিবাহের সময় সাত ভরি স্বর্ণ ধার্য হয় এবং তিন লক্ষ টাকা মহর ধার্য হয়, যা আমার স্বামী আমাকে নগদে প্রদান করে। আমার একাউন্টেও কিছু ক্যাশ টাকা ছিল। প্রতি বছর হিসাব করে এগুলোর যাকাত দিই। গত বছর আমার মায়ের অপারেশন হয়। তখন ২ ভরি স্বর্ণ বিক্রি করে মায়ের চিকিৎসার জন্য খরচ করি। পরে আমার সম্পদের ওপর যাকাতবর্ষ পূর্ণ হলে বিগত বছরগুলোর মতো অন্যান্য সম্পদের সাথে সাত ভরি স্বর্ণের হিসাব করে যাকাত দিয়ে দিই। দুই ভরি স্বর্ণ বিক্রি করার বিষয়টি বেমালুম ভুলে গিয়েছিলাম। কয়েকদিন আগে কোনো এক কাজে আলমারি থেকে স্বর্ণ বের করার পর তা মনে পড়ে। মুহতারামের কাছে জানার বিষয় হল, দুই ভরি পরিমাণ স্বর্ণের যে অতিরিক্ত যাকাত আদায় করে দিয়েছি, তা তো আমার ওপর ফরয ছিল না। আমি কি তা আগামী বছরের যাকাতের মধ্যে গণ্য করে নিতে পারব? জানিয়ে বাধিত করবেন।

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে ভুলে অতিরিক্ত যে দুই ভরি স্বর্ণের যাকাত আপনি আদায় করে দিয়েছেন, তা আগামী বছরের যাকাত হিসেবে গণ্য করতে পারবেন। তখন ঐ পরিমাণ যাকাত অগ্রিম দিয়ে দিয়েছেন বলে ধর্তব্য হবে।

আলমুহীতুর রাযাবী ১/৫৩৬; ফাতাওয়া খানিয়া ১/২৬৩; খুলাাসতুল ফাতাওয়া ১/২৪১

Read more Question/Answer of this issue