Shaban 1445 || February 2024

মকবুল হোসেন - ডেমরা, ঢাকা

৬৩৬৯. Question

আমি ফ্ল্যাটের ব্যবসা করি। তিন বছর আগে একবার আমি ব্যবসার উদ্দেশ্যে কয়েকটি ফ্ল্যাট কিনি। এর মধ্যে একটি ফ্ল্যাট আমার এক বন্ধুর খুব পছন্দ হয়। সে ঐ ফ্ল্যাটটি নিতে চাইলে তার সাথে এভাবে চুক্তি হয় যে, সে এর বিনিময়ে আমাকে তার একটি ফ্ল্যাট দেবে এবং পাঁচ মাসের মধ্যে বিশ লাখ টাকা দেবে। মৌখিক ক্রয়-বিক্রয়ের পর কয়েক মাসের মধ্যে আমরা একে অপরকে ফ্ল্যাট রেজিস্ট্রি করে দিই। কিন্তু ধার্যকৃত বিশ লাখ টাকা সে তিন বছর পর পরিশোধ করে। জানার বিষয় হল, এই বিশ লাখ টাকার বিগত তিন বছরের যাকাত কি আমাকে আদায় করতে হবে?

Answer

এই ফ্ল্যাটটি যেহেতু আপনি ব্যবসার জন্য ক্রয় করেছিলেন, তাই এর বিক্রি বাবদ প্রাপ্ত বিশ লাখ টাকার বিগত তিন বছরের যাকাত আদায় করতে হবে। কেননা ব্যবসায়িক সম্পদের বকেয়া মূল্যের ওপরও যাকাত ফরয।

আর উক্ত বিশ লাখ টাকার যাকাত যেহেতু সময়মতো আদায় করা হয়নি, বরং তা আপনার যিম্মায় বকেয়া হয়ে গেছে তাই এখন এর যাকাত আদায়ের হিসাব হবে এরূপ যেপ্রথম বছর পূর্ণ বিশ লাখ টাকার যাকাত ২.৫% হিসেবে ৫০,০০০ টাকা দিবেন। দ্বিতীয় বছরের ক্ষেত্রে ৫০,০০০ টাকা বাদ দিয়ে অবশিষ্ট ১৯ লাখ ৫০ হাজার টাকার ২.৫% হিসাবে ৪৮,৭৫০ টাকা যাকাত, দেবেন। তৃতীয় বছরের ক্ষেত্রে আগের দুই বছরে যাকাত বাবদ আদায়যোগ্য ৯৮,৭৫০ টাকা বিশ লাখ থেকে বাদ দিয়ে বাকি ১৯,০১২৫০ টাকার ২.৫% অর্থাৎ ৪৭,৫৩১ টাকা যাকাত দেবেন।

কিতাবুল আছল ২/৯০, ৯৩; শরহু মুখতাসারিত তাহাবী, জাস্সাস ২/৩৪১; বাদায়েউস সানায়ে ২/৯০; ফাতাওয়া খানিয়া ১/২৫৫; রদ্দুল মুহতার ২/৩০৬

Read more Question/Answer of this issue