Shaban 1445 || February 2024

আবদুল ওয়াহহাব - খড়কী, যশোর

৬৩৬৬. Question

হুজুর! আমি নাকের এলার্জির কারণে ডাক্তারের পরামর্শে এক ধরনের স্প্রে ব্যবহার করি। নাকে স্প্রে করার পরই তার কিছু অংশ গলায় চলে যায় এবং গলায় তার স্বাদও অনুভূত হয়।

প্রশ্ন  হল, রোযা রেখে কি এই স্প্রে গ্রহণ করা যাবে?

Answer

উক্ত স্প্রে নাকে ব্যবহার করলে যেহেতু এর অংশবিশেষ গলায় চলে যায়, তাই এর দ্বারা রোযা ভেঙে যাবে এবং ঐ রোযা কাযা করে নিতে হবে। অতএব রমযানে তা ব্যবহার করতে চাইলে আপনি সাহরী ও ইফতারীর সময় ব্যবহার করতে পারেন।

আহকামুল কুরআন, জাস্সাস ১/১৯১; বাদায়েউস সানায়ে ২/২৪৩; ফাতাওয়া তাতারখানিয়া ৩/৩৭৮; মাজাল্লাতুল মাজমাইল ফিকহিল ইসলামী, জেদ্দা ১০/২/৪৫৩

Read more Question/Answer of this issue