সিনথিয়া আক্তার - মালিবাগ, ঢাকা
৬৩৬৫. Question
আমি একটি দ্বীনী বইয়ের রমযান অধ্যায়ে একটি মাসআলা পড়েছি―রমযান মাসে কোনো কারণবশত কারো রোযা ভেঙে গেলে দিনের বেলা তার জন্য পানাহার করা জায়েয নয়; বরং সারাদিন রোযাদারের মতো পানাহারবিহীন থাকা ওয়াজিব। কিন্তু প্রশ্ন হল, রোযাবস্থায় কোনো মহিলার মাসিক শুরু হয়ে গেলে সেও কি দিনের বেলা বাকি সময় কিছু না খেয়েই থাকবে?
Answer
রমযান মাসে রোযা অবস্থায় কোনো মহিলার মাসিক শুরু হলে দিনের বাকি সময় তার জন্য পানাহার থেকে বিরত থাকা আবশ্যক নয়; বরং এক্ষেত্রে সে পানাহার করতে পারবে। তবে প্রকাশ্যে পানাহার করবে না।
হযরত ইবনে জুরাইয রাহ. হযরত আতা রাহ. থেকে বর্ণনা করেন―
عَنْ عَطَاءٍ؛ فِي الْمَرْأَةِ تَحِيضُ أَوَّلَ النَّهَارِ فِي شَهْرِ رَمَضَانَ، فَقَالَ: تَأْكُلُ وَتَشْرَبُ.
অর্থাৎ আতা রাহ. বলেছেন, কোনো মহিলার রমযান মাসে দিনের শুরুতে মাসিক শুরু হলে সে পানাহার করতে পারবে। (মুসন্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ৯৪৩১)
―ফাতাওয়া খানিয়া ১/২১৮; আলমুহীতুর রাযাবী ২/৩৪; আলবিনায়া ৪/৩৫৯; ইমদাদুল ফাত্তাহ, পৃ. ৬৯৪; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ৩৭০