Shaban 1445 || February 2024

তাসনিম - বরিশাল

৬৩৬৪. Question

আমার চোখ উঠেছে। ডাক্তার দেখানোর পর তিনি একটি ড্রপ দেন। এটি ব্যবহারের পর গলায় তিক্ততা অনুভব হয়। জানার বিষয় হল, রোযা অবস্থায় এটি ব্যবহার করলে কি রোযার কোনো সমস্যা হবে? দয়া করে জানালে উপকৃত হতাম।

Answer

রোযা অবস্থায় চোখে ড্রপ ব্যবহার করা যাবে। এ কারণে রোযা ভাঙবে না। এমনকি গলায় এর স্বাদ অনুভূত হলেও রোযার সমস্যা হবে না।

আলমাবসূত, সারাখসী ৩/৬৭; আযযাখিরাতুল বুরহানিয়া ৩/৫৭; ফাতহুল কাদীর ২/২৫৭; মাজাল্লাতু মাজমাউল ফিকহিল ইসলামী, জেদ্দা ১০/২/৪৫৪

Read more Question/Answer of this issue