হাবীবুর রহমান - সিরাজগঞ্জ
৬৩৬১. Question
আলহামদু লিল্লাহ আমি গত বছর কুরআন কারীমের হিফয শেষ করেছি। এ বছর এক অফিসে তারাবীর নামায পড়াচ্ছি। তো গত ষোলো রমযানে সূরা ফুরকানের সিজদার আয়াত পড়েও ভুলে সিজদা না দিয়ে ঐ পৃষ্ঠা শেষ করি। এরপর রুকু সিজদা আদায় করে নামায শেষ করি। তারাবীর নামাযের পর আমি দ্বিধায় পড়ে যাই যে, সবাইকে একাকী সিজদা আদায় করে নেওয়ার জন্য বলব কি বলব না? হযরতের কাছে জানার বিষয় হল, এক্ষেত্রে করণীয় কী? যেহেতু নামাযের ভেতরে তিলাওয়াতে সিজদাটি ভুলে করা হয়নি, তাই এখন কি সবাইকে একাকী সিজদাটি আদায় করতে বলা হবে?
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে উক্ত তিলাওয়াতে সিজদাটি যেহেতু নামাযের ভেতর আদায় করা হয়নি, তাই এখন আর উক্ত সিজদায়ে তিলাওয়াতটি আদায়ের সুযোগ নেই। কেননা নামাযে সিজদার আয়াত পড়া হলে নামাযের ভেতরেই তা আদায় করা জরুরি। নামাযের বাইরে তা আদায় করা যায় না।
উল্লেখ্য, নামাযে সিজদার আয়াত পড়ার পর সিজদা করতে ভুলে গেলে নামাযের ভেতরেই স্মরণ হওয়া মাত্র তা আদায় করে নেবে এবং সিজদার আয়াত থেকে দুই আয়াতের বেশি বিলম্ব হয়ে গেলে নামায শেষে সাহু সিজদা করবে।
―কিতাবুল আছল ১/২০৫; বাদায়েউস সানায়ে ১/৪৪১; ফাতহুল কাদীর ১/৪৭০; শরহুল মুনইয়া, পৃ.৫০১; আদ্দুররুল মুখতার ২/১০৯; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ২৬৫