Shaban 1445 || February 2024

সা‘দ মোহাম্মদ - কিশোরগঞ্জ

৬৩৬০. Question

আমি সায়দাবাদে একটি বাসায় ভাড়া থাকি। একদিন একটি কাজে সাভার আসি। এখানে এসে সিদ্ধান্ত হয় যে, এখান থেকে সরাসরি সিলেট সফরে যাব। তবে সিলেটের বাস সাধারণত সায়েদাবাদ থেকেই ছেড়ে যায়। তাই আমাকে সায়দাবাদ আসতে হবে। তো এক্ষেত্রে আমি কখন থেকে নামায কসর করা শুরু করব? দয়া করে জানালে উপকৃত হতাম।

Answer

আপনি যেহেতু সায়দাবাদে ভাড়া বাসায় থাকেন, তাই ঢাকা সিটি আপনার ওয়াতনে ইকামতের অন্তর্ভুক্ত। অতএব প্রশ্নোক্ত ক্ষেত্রে সাভার থেকে সিলেট সফরের নিয়তে বের হলেও আপনি যেহেতু ঢাকা সিটি হয়ে সিলেট যাবেন, তাই এক্ষেত্রে সাভারের পর থেকে আপনি মুসাফির গণ্য হবেন না; বরং ঢাকা সিটির এরিয়া অতিক্রম করার পর থেকে আপনি মুসাফির গণ্য হবেন এবং তখন থেকে কসর করা শুরু করবেন।

কিতাবুল আছল ১/২৬৭; আলমাবসূত, সারাখসী ১২/২৫১; ফাতহুল কাদীর ২/১৬; রদ্দুল মুহতার ২/১৩২

Read more Question/Answer of this issue