Shaban 1445 || February 2024

তাসলীম - দিনাজপুর

৬৩৫৪. Question

কিছুদিন আগে আমার একটা সমস্যা নিয়ে একজন বুযুর্গ আলেমের নিকট যাই। তিনি বেশি বেশি কুরআন শরীফ তিলাওয়াত করতে বলেন এবং কিছু দুআ পড়তে বলেন। সাথে কুরআনের আয়াত লেখা একটি কাগজও দেন এবং বলেন, এটি সাথে রাখতে পারলে ভালো। তাই বাড়িতে এনে তা তাবিজের খোলে ভরে হাতে লাগাই। এখন আমার সন্দেহ হচ্ছে যে, ঐ তাবিজ নিয়ে আমি টয়লেটে যেতে পারব কি না? হুজুরের নিকট সঠিক সমাধান জানতে চাই।

Answer

কুরআন কারীমের আয়াত লেখা কাগজটি যেহেতু তাবিজে ভরে নিয়েছেন তাই ঐ তাবিজ নিয়ে টয়েলেটে যাওয়া নাজায়েয নয়। তবে সম্ভব হলে তা খুলে রেখে যাওয়া উত্তম।

তাবয়ীনুল হাকায়েক ১/১৬৭; ফাতহুল কাদীর ১/১৫০; হালবাতুল মুজাল্লী ১/১৯১; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ৩০

Read more Question/Answer of this issue