মুখলিসুর রহমান - নেত্রকোণা
৬৩৫২. Question
প্রতি শনিবার ও মঙ্গলবার আমাদের বাজারে সাপ্তাহিক হাট বসে। তাই এই দিনগুলোতে অন্যান্য পণ্যের মতো আশপাশের গ্রাম থেকে মানুষ মুরগি নিয়ে এসে বাজারে বিক্রি করে। কিন্তু বাজারে যারা মুরগি ব্যাপারী আছে, তারা কখনো কখনো গ্রামের রাস্তাগুলো দিয়ে কিছুটা অগ্রসর হয়ে যারা মুরগি নিয়ে আসে তাদের থেকে মুরগি ক্রয় করে নেয়। কিছুদিন আগে শুনলাম যে, এভাবে বাজারের বাইরে এসে পণ্য খরিদ করা নাকি বৈধ নয়। হাদীসে তা থেকে নিষেধ করা হয়েছে। তাই হুজুরের কাছে বিষয়টির সঠিক সমাধান জানতে চাই। বিশেষত যদি ব্যাপারীরা এমনটি করার পরও বাজারে পর্যাপ্ত মুরগি থাকে, তাহলেও কি এ কাজ করা অন্যায়?
Answer
বাজারে বিক্রির জন্য আগত লোকেরা বাজারে পৌঁছার পূর্বেই পথিমধ্যে বাজারের ব্যবসায়ীদের জন্য তাদের পণ্য খরিদ করে নেওয়াকে হাদীস শরীফে—
تلقي الركبان، تلقي البيوع، تلقي السلع، تلقي الجلب
—বলে অভিহিত করা হয়েছে। এবং এই কাজকে নিষেধ করা হয়েছে। ইসলামী বাজারব্যবস্থা থাকলে পাইকারদেরকে এহেন কাজ থেকে বাধা দেওয়া হত। কেননা এটি হাদীসে নিষিদ্ধ কাজ এবং এর দ্বারা সাধারণ ভোক্তাগণ (এবং কোনো কোনো ক্ষেত্রে গ্রামের বিক্রেতাও) ক্ষতিগ্রস্ত হয়ে থাকে।
তবে কোনো পাইকার এভাবে মুরগি কিনে একত্র করলে তার থেকে প্রয়োজনে মুরগি কেনা যাবে। সেটি নাজায়েয হবে না।
—সহীহ বুখারী, হাদীস ২১২৬; আলজামিউস সাগীর, পৃ. ২৩৪; বাদায়েউস সানায়ে ৪/৪৮০; তাবয়ীনুল হাকায়েক ৪/১১; আদ্দুররুল মুখতার ৫/১০২