আননূর মসজিদ কর্তৃপক্ষ - কেরাণীগঞ্জ, ঢাকা
৬৩৫১. Question
আমাদের এলাকার মসজিদটির স্থাপনা দুর্বল হয়ে যাওয়ায় নতুন করে মসজিদ নির্মাণ করা প্রয়োজন হয়ে পড়েছিল। তাই এ উদ্দেশ্যে আমরা একটি দাতব্য সংস্থার সাথে যোগাযোগ করি। আলহামদু লিল্লাহ, তারা আমাদের আবেদন কবুল করেছে এবং উক্ত মসজিদটি ভেঙে সেখানে একটি নতুন মসজিদ করে দিয়েছে। সাথে মসজিদের যাবতীয় সামানাও তারা নতুন করে কিনে দিয়েছে। এতে আগের মসজিদের অনেকগুলো ফ্যান ও লাইট প্রয়োজনের অতিরিক্ত হয়ে যায়।
জানার বিষয় হল, পুরাতন মসজিদের ঐ অতিরিক্ত ফ্যান, লাইটগুলো কি বিক্রি করে দিতে পারব? যেন অর্জিত টাকা মসজিদের অন্য প্রয়োজনে ব্যবহার করতে পারি?
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে আগের যেসকল ফ্যান ও লাইট বর্তমানে ব্যবহারের প্রয়োজন নেই এবং ভবিষ্যতের জন্য রেখে দিলে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, সেগুলো বিক্রি করে দেওয়া জায়েয হবে। এবং বিক্রিলব্ধ টাকা মসজিদের প্রয়োজনেই ব্যয় করতে হবে।
—আলমুহীতুর রাযাবী ৫/৫৮৯; ফাতাওয়া হিন্দিয়া ২/৪৫৮; ফাতাওয়া খানিয়া ২/২৮২