Rajab 1445 || January 2024

আদনান মাহমুদ - সিলেট

৬৩৪৯. Question

এক ব্যক্তি হজ্বের সমস্ত কাজ সম্পন্ন করে তায়েফ যায়। কিন্তু সেখান থেকে সে ইহরাম ছাড়াই মক্কা মুকাররমা এসে এর এক দিন পর দেশে চলে আসে। এখন তার করণীয় কী?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে তায়েফ থেকে মক্কায় ফেরার পথে লোকটির কর্তব্য ছিল, মীকাত থেকে উমরার ইহরাম করে আসা এবং মক্কায় এসে একটি উমরা আদায় করা। কেননা তায়েফ মীকাতের বাইরের এলাকা। আর হেরেমের ভেতর থেকেও কেউ মীকাতের বাইরে গেলে সেখান থেকে পুনরায় যদি সে হেরেমের ভেতর আসতে চায়, তাহলে মীকাত অতিক্রম করার সময় তার ওপর জরুরি হল, হজ্ব (হজ্বের সময়) বা উমরা কোনো একটির ইহরাম করে আসা। এক্ষেত্রে কোনো ইহরাম না করেই কেউ হেরেমে প্রবেশ করে ফেললে তার ওপর জরুরি হল, পুনরায় কোনো এক মীকাতে গিয়ে উমরা বা হজ্বের (হজের সময়) ইহরাম করে আসা এবং তা আদায় করা। কিন্তু প্রশ্নোক্ত ক্ষেত্রে লোকটি যেহেতু কিছু না করেই দেশে চলে এসেছে, তাই মীকাত থেকে ইহরাম করে একটি হজ্ব বা উমরা করা তার যিম্মায় থেকে যাবে। সামনে যেকোনো সময় সেটি তাকে আদায় করে নিতে হবে। এক্ষেত্রে দম দিলে হবে না।

আলজামিউস সাগীর, পৃ. ৯১; আলমাবসূত, সারাখসী ৪/১৭০ ও ১৭১; বাদায়েউস সানায়ে ২/৩৭৪; মানাসিকে মোল্লা আলী কারী, পৃ. ৮৭

Read more Question/Answer of this issue