Rajab 1445 || January 2024

হামেদ - সৌদি প্রবাসী

৬৩৪৮. Question

আমি সৌদিতে পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করি। হজ্বের মৌসুমে আরাফার দিন কখনো পরিচ্ছন্নকর্মী হিসেবে আরাফাহ প্রান্তরে যাই। সেখানে হাজ্বীগণ যোহর আসর একত্রে পড়েন। আমার জানার বিষয় হল, আমি তো তখন হজ্ব করছি না। এ অবস্থায় আমি কি তাদের সঙ্গে যোহর আসর একত্রে পড়তে পারব? জানিয়ে বাধিত করবেন।

Answer

না। আপনি যেহেতু হাজ্বী নন, তাই ঐ দিন হাজ্বীদের সঙ্গে আপনি আরাফার ময়দানে থাকলেও যোহরের ওয়াক্তে যোহরের সাথে আসর আদায় করা আপনার জন্য জায়েয হবে না। বরং আসরের ওয়াক্ত হওয়ার পরই আসরের নামায আদায় করতে হবে। নতুবা তা আদায় হবে না। কেননা আরাফার দিন যোহরের ওয়াক্তে যোহর আসর একত্রে আদায় করার বিধান কেবল হাজ্বীদের জন্য; অন্যদের জন্য নয়।

আলমাবসূত, সারাখসী ৪/১৭; বাাদয়েউস সানায়ে ২/৩৫২; ফাতাওয়া খানিয়া ১/২৯৩; আলবাহরুল আমীক ৩/১৪৮৯; রদ্দুল মুহতার ২/৫০৫

Read more Question/Answer of this issue