Rajab 1445 || January 2024

আছজাদ - কুমিল্লা

৬৩৪৬. Question

আমার যাকাতের দশ হাজার টাকা থেকে গ্রামের বাড়ির এক গরিব বন্ধুকে তিন হাজার টাকা দিই। যে আমাদেরই অফিসে সিকিউরিটি হিসেবে কর্মরত আছে। বাকি সাত হাজার টাকাও তার পরিচিত কিছু গরীবকে দান করার জন্য তার হাতে দিয়েছিলাম। সে পাঁচ হাজার টাকা তার স্ত্রীকে দেয়। বাকি দুই হাজার টাকা তার পরিচিত কয়েকজন গরিবকে দেয়। অবশ্য তার স্ত্রীও যাকাত গ্রহণের উপযুক্ত ছিল। তার স্ত্রীকে দেওয়ার সংবাদ আমি জানতে পারলে তাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করি। সে বলে, ‘আমার স্ত্রীও তো গরীব, তাই তোমার পক্ষ থেকে যাকাত হিসেবেই দিয়েছি।

হুজুর, আমার একটি খটকা লাগছে, নিজের স্ত্রীকে যাকাত দিলে তো যাকাত আদায় হয় না। সে যে উক্ত টাকা তার স্ত্রীকে দিল, যদিও তা আমার পক্ষ থেকে হোক না কেন, এতে কি আমার যাকাত আদায় হয়েছে? জানিয়ে বাধিত করবেন।

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে লোকটির স্ত্রী যেহেতু যাকাত গ্রহণের উপযুক্ত, আর তার স্ত্রীকে ঐ টাকা থেকে যাকাত দিতে পারবে নাএমন কিছুও আপনি তাকে বলেননি, তাই এক্ষেত্রে আপনার যাকাতের টাকা তার স্ত্রীকে দিলেও এর দ্বারা ঐ টাকার যাকাত আদায় হয়ে গেছে।

ফাতাওয়া খানিয়া ১/২৬১; খুলাসাতুল ফাতাওয়া ১/২৪৪; আলগায়া, সারুজী ৭/১২২; আদ্দুররুল মুখতার ২/২৬৯

Read more Question/Answer of this issue