শরীফ হাসান - লক্ষ্মীপুর
৬৩৪৫. Question
গতকাল আমি ও আমার দুই সাথী রুমে জামাতের সাথে ইশার নামায আদায় করার পর সুন্নত একাকী পড়ে বিতির জামাতের সাথে আদায় করি।
মুহতারামের কাছে জানার বিষয় হল, আমাদের এ কাজটি কি ঠিক হয়েছে? এবং রমযান ছাড়া অন্য সময়ে জামাতের সাথে বিতিরের নামায পড়া কি জায়েয?
Answer
আপনাদের কাজটি ঠিক হয়নি। কেননা জামাতের সাথে বিতির নামায পড়া রমযানের বিশেষ আমল। রমযান ছাড়া অন্য সময়ে বিতির নামায একাকী পড়াই নিয়ম ও মুতাওয়ারাস পদ্ধতি। সাহাবা-তাবেয়ীন তথা সালাফের সাধারণ আমল এমনই ছিল। তারা রমযান ছাড়া অন্য সময়ে বিতির একাকীই পড়তেন। তাই রমযান ছাড়া অন্য মাসে বিতির নামায জামাতের সাথে পড়া সালাফের আমল পরিপন্থী কাজ। অতএব রমযানের বাইরে এটিকে কখনো নিয়ম বানানো যাবে না।
—আযযাখীরাতুল বুরহানিয়া ২/২৩৭; খুলাসাতুল ফাতাওয়া ১/১৫৩; আলবাহরুর রায়েক ২/৭০; হালবাতুল মুজাল্লী ২/৩৮৪; রদ্দুল মুহতার ২/৪৮