রাশেদ - খুলনা
৬৩৪৩. Question
আমি প্রতি সপ্তাহে কর্মস্থল (ঢাকা) থেকে বাড়ি (চট্টগ্রাম) ফেরার জন্য রাতে সফর করি। ফজরের ওয়াক্ত হওয়ার ঘণ্টাখানেক আগে মাঝপথে হোটেলে বিরতি দেয়। হোটেলে নেমে ওযু করে নিই। বিরতি শেষে গাড়িতে উঠে ফজরের নামাযের অপেক্ষা করতে থাকি। ওয়াক্ত হওয়ার পর গাড়ির সুপার ভাইজারকে নামাযের জন্য গাড়ি থামাতে বললে খুব অল্প সময়ের সুযোগ দেয়। এতে ফজরের সুন্নত পড়তে পারি না। হুজুরের কাছে জানতে চাচ্ছি, যেহেতু আমার ওযু থাকেই, আর গাড়ি থেকে নেমে সুন্নতের সময় পাওয়া যায় না, তাই গাড়িতে বসেই ফজরের সুন্নত আদায় করতে পারব কি?
Answer
হাঁ, প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি গাড়িতে বসে ফজরের সুন্নত আদায় করে নিতে পারবেন। তবে ফজরের সুন্নত অধিক গুরুত্বপূর্ণ, তাই ওজর ছাড়া তা বসে আদায় করা থেকে বিরত থাকতে হবে।
—শরহু মুখতাসারিল কারখী ১/৪৯৩; আলমুহীতুল বুরহানী ২/৪২৬; মুখতারাতুন নাওয়াযেল ১/৩৪৪; ইমদাদুল ফাত্তাহ, পৃ. ৪৫১