Rajab 1445 || January 2024

হাবীবা - নোয়াখালী

৬৩৪১. Question

একদিন আমি মাগরিবের নামাযের সময় বাচ্চাকে খেলনা দিয়ে  দূরে বসিয়ে রাখি। কিন্তু সে খেলনা রেখে আমার কাছে চলে আসে এবং বৈঠকের সময় আমার কোলে বসে পড়ে। নামাযের পর তার ডায়াপার পরিবর্তন করতে গিয়ে দেখি, ভেতরে নাপাকি। যদিও আমার শরীরে কোনো নাপাকি লাগেনি, কিন্তু সে এ নাপাকি নিয়ে যে আমার কোলে বসল, এতে আমার নামাযের কোনো সমস্যা হয়েছে কি? দয়া করে সঠিক মাসআলা জানালে উপকৃত হতাম।

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে শিশুটি যেহেতু নিজেই কোল ধরে বসতে পারে, তাই তার ডায়াপারের ভেতর নাপাকি থাকলেও সে কোলে বসার কারণে আপনার নামায নষ্ট হয়নি। তা আদায় হয়ে গেছে।

আলমুলতাকাত ফিল ফাতাওয়া, পৃ. ২০; ফাতহুল কাদীর ১/১৭৭; শরহুল মুনইয়া, পৃ. ১৯১; রদ্দুল মুহতার ১/৩১৭

Read more Question/Answer of this issue