Rajab 1445 || January 2024

উম্মে সালওয়া - মোমেনশাহী

৬৩৪০. Question

আমি কখনো কখনো বড় বালতিতে পানি নিয়ে সেখানে বাচ্চাদের নাপাক কাঁথা কাপড় একবার ভালোভাবে ধুয়েই তুলে ফেলি। এগুলো যেহেতু বাচ্চাদের কাপড়, তাই এগুলো পাক করার উদ্দেশ্যে তিনবার ধোয়া হয় না। এরপর এগুলো ভালোভাবে চিপে শুকানোর জন্য রশিতে ছড়িয়ে দিই। কাপড়ের আর্দ্রতায় রশিও হালকা ভিজে যায়। এরপর কখনো এই রশিতেই আমাদের পবিত্র ভেজা কাপড় ছড়িয়ে দেওয়া হয়।

জানার বিষয় হল, রশিতে নাপাক কাপড় শুকানোর পর পবিত্র কাপড় দেওয়ার দ্বারা কি পবিত্র কাপড়গুলো নাপাক হয়ে যাবে?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে নাপাক কাপড়গুলো পাক করে না ধুলেও যেহেতু সেগুলো ভালোভাবে চিপে রশিতে দেওয়া হয়, তাই এক্ষেত্রে ঐ রশি হালকা ভিজে গেলেও যদি তাতে নাপাকীর গন্ধ বা রং প্রকাশ না পায়, তবে ঐ রশি নাপাক গণ্য হবে না। সুতরাং এরপর তাতে পাক কাপড় শুকালে ঐ কাপড়ও নাপাক হবে না।

আর যদি তাতে নাপাক কাপড় দেওয়ার পর এর নাপাক পানিতে রশি এত বেশি ভিজে যায় যে, তা চিপলে এর থেকে পানি ঝরবে অথবা রশিতে নাপাকীর গন্ধ বা রং প্রকাশ পায় তাহলে এক্ষেত্রে উক্ত রশি নাপাক গণ্য হবে। অবশ্য এক্ষেত্রেও উক্ত রশি শুকিয়ে যাওয়ার পর তাতে পাক কাপড় ভালোভাবে চিপে শুকাতে দিলে উক্ত কাপড় নাপাক হবে না।

ফাতাওয়া খানিয়া ১/৩১; তাবয়ীনুল হাকায়েক ৭/৪৪৯; শরহুল মুনইয়া, পৃ. ১৭৪; আদ্দুররুল মুখতার ৬/৭৩৩; রদ্দুল মুহতার ৬/৭৩৩

Read more Question/Answer of this issue