Jumadal Ula-Jumadal Akhirah 1445 || December 2023

উবাইদুর রহমান হাম্মাদ - গফরগাঁও, ময়মনসিংহ

৬৩৩৮. Question

আমি একজন হাফেজে কুরআন। রাস্তায় হাঁটা-চলার সময় প্রায়ই আমি কুরআন কারীম তিলাওয়াত করি। তিলাওয়াতরত অবস্থায় অনেকেই সালাম দেয়। এ অবস্থায় আমার কী করণীয় তা জানা নেই; আমি কি তখন তিলাওয়াত বন্ধ করে সালামের জবাব দেব, নাকি জবাব না দিয়ে তিলাওয়াত চালিয়ে যাব? এ বিষয়ে হুজুরের কাছে সঠিক মাসআলা জানতে চাই।

Answer

কুরআন তিলাওয়াতরত ব্যক্তিকে সালাম দেওয়া অনুচিত। কেননা এর দ্বারা তিলাওয়াতে ব্যাঘাত ঘটে। তাই কোনো ব্যক্তি কুরআন তিলাওয়াত করছে তা বুঝতে পারলে তাকে সালাম দেওয়া থেকে বিরত থাকবে। যদি কেউ কুরআন তিলাওয়াতকারী ব্যক্তিকে সালাম দিয়ে ফেলে তাহলে তিলাওয়াতকারীর জন্য সেই সালামের জবাব দেওয়া ওয়াজিব নয়।

তাবয়ীনুল হাকায়েক ১/৩৯৫; ফাতাওয়া তাতারখানিয়া ১৮/৮২; ফাতহুল কাদীর ১/২১৭; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩২৫; রদ্দুল মুহতার ১/৬১৮

Read more Question/Answer of this issue