রাশেদ শাহরিয়ার - টঙ্গি, গাজীপুর
৬৩৩৬. Question
আমার ও আমার ছোট ভাইয়ের যৌথ মালিকানাধীন একটি দোকান আছে। এর মূলধন আমরা অর্ধেক অর্ধেক দিয়েছিলাম। চুক্তি ছিল উভয়ে মিলে দোকান চালাব। এবং লভ্যাংশও সমান সমান হারে বণ্টন হবে। আর ব্যবসার মেয়াদ নির্ধারণ করেছিলাম দশ বছর। আমরা দুজন মিলেই দোকান চালাতাম। কিন্তু কয়েক বছর ধরে ছোট ভাই বিভিন্ন কাজে জড়িয়ে পড়ার কারণে দোকানে তেমন সময় দিতে পারে না। তাই আমাকেই দোকানে বেশি শ্রম ও সময় দিতে হয়। এজন্য আমি এখন যৌথ ব্যবসাটি বন্ধ করে দিতে চাচ্ছি।
জানার বিষয় হল-
১. ব্যবসার মেয়াদ পূর্ণ হওয়ার আগেই আমি ব্যবসাটি বন্ধ করে দিতে পারব কি না? এটা ব্যবসার সপ্তম বছর চলছে।
২. আমি দোকানে বেশি শ্রম দেওয়ার কারণে লভ্যাংশে ৫০% এর অতিরিক্ত কিছু দাবি করতে পারব কি না?
Answer
যৌথ মূলধনী মেয়াদী কারবারে ব্যবসার মেয়াদ পূর্ণ হওয়ার আগেই কোনো শরীক চাইলে প্রয়োজনে ব্যবসা নিষ্পত্তি করতে পারে। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে ব্যবসার অপর শরীক যেহেতু ব্যবসায় তেমন সহযোগিতা করছে না, তাই আপনি চাইলে মেয়াদ পূর্ণ হওয়ার আগেও তার সাথে ব্যবসাটি নিষ্পত্তি করে দিতে পারেন। তবে অপর শরীক অপেক্ষা ব্যবসায় বেশি শ্রম দেওয়ার কারণে চুক্তিকৃত লভ্যাংশের অতিরিক্ত দাবি করতে পারবেন না; বরং চুক্তি অনুযায়ী লভ্যাংশের ৫০ পার্সেন্টই আপনি পাবেন। কেননা শরীকানা কারবারে কোনো শরীক যদি ব্যবসায় অতিরিক্ত শ্রম দেয় সেক্ষেত্রেও পূর্ব নির্ধারিত হার অনুযায়ী লভ্যাংশ প্রাপ্য হয়। অবশ্য অপর শরীক যদি স্বতঃস্ফূর্তভাবে বেশি কিছু দেয়, তবে সেটি ভিন্ন বিষয়।
কিতাবুল আছল ৪/৫২; ফাতাওয়া খানিয়া ৩/৬১৩; বাদায়েউস সানায়ে ৫/১০৫; আদ্দুররুল মুখতার ৪/৩২৭