আমীনুর রহমান - যশোর
৬৩৩২. Question
আমার বড় ভাই চার বছর আগে একবার বাবাকে না জানিয়ে বাবার যাকাত হিসেবে কিছু টাকা দান করেছেন। বিষয়টা তিনি তখন বাবাকে বলেননি। কয়েকদিন আগে বাবাকে জানিয়েছেন আর আমার বাবাও এর মধ্যে তার সম্পদের যাকাত দেননি।
হুজুরের কাছে জানার বিষয় হল, বড় ভাইয়ের দানকৃত টাকা কি বাবার যাকাত হিসেবে আদায় হয়েছে?
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার ভাই যেহেতু বাবাকে না জানিয়ে তার যাকাত দিয়েছেন এবং পূর্ব থেকে তিনি সাধারণত বাবার পক্ষ থেকে যাকাত আদায় করেন- এমনও নয়, তাই এর দ্বারা আপনার বাবার যাকাত আদায় হয়নি। কেননা, কোনো ধরনের অনুমতি ব্যতীত একজনের যাকাত অন্যজন আদায় করে দিলে তা আদায় হয় না।
এখন উক্ত দানকৃত টাকা আপনার ভাইয়ের পক্ষ থেকে নফল সদকা হিসেবে গণ্য হবে। তিনি এর সওয়াব পাবেন।
বাদায়েউস সানায়ে ২/১৪৫; ফাতহুল কাদীর ২/২২১; আলইনায়া ২/২২১; হাশিয়াতুশ শিলবী ২/১৩৪; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ৩৯৫