Jumadal Ula-Jumadal Akhirah 1445 || December 2023

ফয়যুল্লাহ - নরসিংদী

৬৩৩০. Question

আমাদের এলাকায় ঈদের খুতবার মধ্যে ইমাম কিছুক্ষণ পর পর যখন তাকবীরে তাশরীক বলেন তখন উপস্থিত লোকজনও ইমামের সাথে উচ্চৈঃস্বরে তাকবীরে তাশরীক বলে থাকে।

জানার বিষয় হল, ঈদের খুতবা চলাকালে এভাবে ইমামের সঙ্গে তাকবীরে তাশরীক বলা যাবে কী? জানালে উপকৃত হব।

Answer

জুমার খুতবার ন্যায় ঈদের খুতবার সময়ও উপস্থিত মুসল্লিদের চুপ থেকে মনোযোগের সাথে খুতবা শ্রবণ করা ওয়াজিব। আবদুল্লাহ ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন-

وَجَبَ الْإِنْصَاتُ فِي أَرْبَعَةِ مَوَاطِنَ: الْجُمُعَةِ، وَالْفِطْرِ، وَالْأَضْحَى، وَالِاسْتِسْقَاءِ.

অর্থাৎ চার জায়গায় চুপ থাকা ওয়াজিব। জুমার খুতবা, ঈদুল ফিতরের খুতবা, ঈদুল আযহার খুতবা এবং ইসতিসকার খুতবার সময়। (মুসান্নাফে আবদুর রাযযাক, বর্ণনা ৫৬৪২)

সুতরাং ঈদের খুতবাতে ইমাম যখন তাকাবীরে তাশরীক বলেন, সে সময় উপস্থিত মুসল্লিদের তাকবীরে তাশরীক বলা ঠিক নয়; বরং খুতবার শুরু থেকে শেষ পর্যন্ত চুপ থেকে মনোযোগের সাথে খুতবা শোনা আবশ্যক।

কিতাবুল আছল ১/৩২৮; আলমুহীতুর রাযাবী ১/৪১১; আলবাহরুর রায়েক ২/১৬২; আদ্দুররুল মুখতার ২/১৫৯

Read more Question/Answer of this issue