Jumadal Ula-Jumadal Akhirah 1445 || December 2023

আব্বাস - ঢাকা

৬৩২৮. Question

বিতিরের নামাযে একদিন আমি দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে সন্দেহে পড়ে যাই যে, এটা কি দ্বিতীয় রাকাত, না তৃতীয় রাকাত। কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছতে না পারায় নামায ছেড়ে দেই এবং নতুন করে বিতিরের নামায পড়ি।

মুফতী সাহেবের নিকট জানার বিষয় হল, উক্ত অবস্থায় আমার করণীয় কী ছিল? জানালে উপকৃত হব।

উল্লেখ্য, আমার আগে থেকেই নামাযে সন্দেহে পড়ার অভ্যাস আছে।

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার নামায ছেড়ে দেওয়া ঠিক হয়নি। আপনার যেহেতু আগ থেকেই প্রায়ই নামাযে সন্দেহে পড়ার সমস্যা আছে এবং প্রশ্নোক্ত ঘটনায় বিতিরের দুই রাকাত হয়েছে, না তিন রাকাত- কোনো একটি ব্যাপারে আপনার ধারণাও প্রবল হয়নি, তাই উক্ত অবস্থায় আপনার করণীয় ছিল, বিতিরের দ্বিতীয় যে রাকাতে আপনার সন্দেহ হয়েছে সে রাকাতে কুনূত পড়ে বৈঠক করা। অতঃপর এর সঙ্গে আরেক রাকাত মিলিয়ে এই রাকাতেও কুনূত পড়া এবং নামায শেষে সাহু সিজদা করা।

আর প্রশ্নোক্ত ক্ষেত্রে মাসআলা না জানার কারণে নতুন করে নামায শুরু করতে চাইলেও নামায ছেড়ে দেওয়া ঠিক হয়নি। বরং এক্ষেত্রে আপনার কর্তব্য ছিল, উক্ত রাকাত পূর্ণ করে সালাম ফিরিয়ে নামায শেষ করা। এমনটি করলে ঐ দুই রাকাত নফল হয়ে যেত।

আততাজনীস ওয়াল মাযীদ ২/৯১; খুলাসাতুল ফাতাওয়া ১/১৬৯; ফাতহুল কাদীর ১/৪১০, ৪৫৪; আলমুহীতুর রাযাবী ১/২৮৩; রদ্দুল মুহতার ২/১০

Read more Question/Answer of this issue