মুহাম্মাদ আরিফ - সিলেট
৬৩২৭. Question
অনেকে টাইট প্যান্ট ও গেঞ্জি পরিধান করে নামায পড়ে। সিজদায় গেলে অনেক সময় গেঞ্জি উপরে ওঠে ও প্যান্ট নিচে নেমে পেছন থেকে তাদের সতর খুলে যায়। এক্ষেত্রে তাদের নামাযের কী হুকুম?
Answer
নামাযের ভেতরে ও বাইরে সর্বাবস্থায় সতর পুরোপুরি ঢেকে রাখা ফরয। মানুষের সামনে সতরের অল্প কোনো অংশও খোলা রাখা নাজায়েয ও গোনাহের কাজ। নামাযের ভেতর তা আরো বড় অপরাধ। এক্ষেত্রে যদি কাপড় সরে যাওয়া অংশ তলপেট ও এর বরাবর পেছনের পুরো অংশের এক চতুর্থাংশ বা তার বেশি হয় এবং তা তিন তাসবীহ পরিমাণ সময় অনাবৃত থাকে, তাহলে নামায নষ্ট হয়ে যাবে। অবশ্য অনাবৃত অংশ যদি এক চতুর্থাংশের কম হয়, অথবা এক চতুর্থাংশ বা তার বেশি হয়, কিন্তু তিন তাসবীহ থেকে কম সময় খোলা থাকে, তাহলে নামায আদায় হয়ে যাবে। যেহেতু সাধারণত প্রশ্নোক্ত লোকদের এত সময় ধরে বা এত বেশি পরিমাণে কাপড় খুলে থাকে না, তাই স্বাভাবিক ক্ষেত্রে নামায আদায় হয়ে যাবে।
উল্লেখ্য, নামাযের জন্য এমন স্বাভাবিক ঢিলেঢালা কাপড় পরিধান করা কর্তব্য, যা পরে সহজেই রুকু-সিজদা করা যায় এবং রুকু-সিজদা করলে সতর খুলে যায় না।
মনে রাখতে হবে, এ ধরনের ক্ষেত্রে শুধু নামায নষ্ট হয়ে যাওয়ারই আশংকা তৈরি হয় না, বরং তা অন্যকে নিজ সতর দেখাবার মতো বড় গোনাহেরও কারণ হয়ে থাকে।
আলমাবসূত, সারাখসী ১/১৯৬; আততাজনীস ওয়াল মাযীদ ১/৪০১; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ১/১৯১; রদ্দুল মুহতার ১/৪০৮; মিরকাতুল মাফাতীহ ৮/১৯৯