আবদুল কারীম - নোয়াখালী
৬৩২৫. Question
আমি একজন হাফেয। সুন্নত ও নফল নামাযে কুরআন কারীম খতম করার নিয়ত করেছি। কখনো সূরা ফাতেহা পড়ার পর কোনো সূরা পড়া শুরু করি। এক দুই আয়াত তিলাওয়াতের পর খতমের কথা মনে হলে ঐ সূরা ছেড়ে খতমের জায়গা থেকে পড়ি। জানার বিষয় হল, এমনটি করা ঠিক হবে কি না?
Answer
বিনা কারণে এমনটি করা ঠিক নয়। কুরআন কারীমের কোনো স্থান থেকে তিলাওয়াত শুরু করার পর সেখান থেকেই ঐ রাকাতের তিলাওয়াত পূর্ণ করবেন। বিনা ওজরে (যেমন আটকে যাওয়া) তা বাদ দিয়ে অন্য স্থান থেকে পড়া অনুচিত। হাদীস শরীফে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাযের সময় একদিন বেলাল রা.-এর পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি নামাযে এ সূরা থেকে কিছু অংশ, ও সূরা থেকে কিছু অংশ, আরেক সূরা থেকে কিছু অংশ- এভাবে পড়ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে তাঁকে বললেন-
إِذَا قَرَأْتَ السُّورَةَ فَأَنْفِدْهَا.
যখন তুমি কোনো সূরা পড়বে তখন তা থেকেই তিলাওয়াত পূর্ণ করবে। (ফাযায়েলে কুরআন আবু উবাইদ রাহ., পৃ. ৯৫)
খুলাসাতুল ফাতাওয়া ১/৯৮; আলমুহীতুর রাযাবী ১/২৩৭; আলহাবিল কুদসী ১/১৭৪; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ২১; ফাতহুল কাদীর ১/২৯৯