মাসুম বিল্লাহ - ঢাকা
৬৩২৪. Question
মুহতারাম, একদিন সকালে আমার ঘুম ভাঙতে দেরি হয়। উঠে দেখি, ফজরের আর সামান্য সময় বাকি আছে। তখন তাড়াতাড়ি শুধু ফরয দুই রাকাত পড়ে নিই। স্বাভাবিকভাবে আমি ওয়াক্ত আছে মনে করেই আদায় করি। কিন্তু নামায শেষে বুঝতে পারি যে, আমি ভুল দেখেছিলাম, আমি নামায শুরু করার প্রায় বিশ মিনিট আগেই সূর্য উঠে গিয়েছিল। তো আমার এই নামায কি আদায় হয়েছে? আমি তো ওয়াক্তের মধ্যে আদায়ের নিয়তে পড়েছি। অথচ তা কাযা হয়ে গিয়েছিল, এর কারণে কি কোনো অসুবিধা হবে?
Answer
আপনার উক্ত ফজর নামায আদায় হয়ে গেছে। কেননা প্রশ্নোক্ত ক্ষেত্রে নামাযটি ওয়াক্তের পর পড়া হলেও আপনি যেহেতু ঐ দিনের ফজর নামাযই আদায় করেছেন, তাই এক্ষেত্রে কাযার নিয়ত না করলেও তাতে কোনো অসুবিধা হয়নি।
আততাজনীস ওয়াল মাযীদ ১/৪১৬; আলবাহরুর রায়েক ১/২৭৯; শরহুল মুনইয়া, পৃ. ২৫৩; আদ্দুররুল মুখতার ১/৪২২; রদ্দুল মুহতার ১/৪২২