Jumadal Ula-Jumadal Akhirah 1445 || December 2023

হাসান - কুমিল্লা

৬৩২৩. Question

তাকবীরে তাহরীমার সময় কখন হাত তুলবেএ ব্যাপারে কয়েক ধরনের পদ্ধতিই পরিলক্ষিত হয়, কেউ আগে কান পর্যন্ত হাত ওঠায়, পরে তাকবীরে তাহরীমা বলে। আবার কেউ তাকবীরে তাহরীমা বলা শুরু করে হাত ওঠায় এবং তাকবীর শেষে হাত বাঁধে। আবার কেউ তাকবীরে তাহরীমা বলার পর হাত ওঠায়।

জানার বিষয় হল, উল্লিখিত পদ্ধতিগুলোর মধ্যে কোন্টি সঠিক?

Answer

প্রশ্নোল্লিখিত তিনটি পদ্ধতিই সহীহ আছে। তবে এর মধ্যে উত্তম হল প্রথম পদ্ধতিটি। অর্থাৎ কান পর্যন্ত হাত ওঠাবে, এরপর তাকবীরে তাহরীমা বলবে। হাদীস শরীফে এসেছে, আবদুল্লাহ ইবনে উমর রা. বলেন-

كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَامَ لِلصَّلَاةِ رَفَعَ يَدَيْهِ، حَتَّى تَكُونَا حَذْوَ مَنْكِبَيْهِ، ثُمَّ كَبَّرَ.

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাযে দাঁড়াতেন তখন উভয় হাত কাঁধ বরাবর ওঠাতেন, এরপর তাকবীরে তাহরীমা বলতেন। (সহীহ মুসলিম, হাদীস ৩৯০)

আলমাবসূত, সারাখসী ১/১১; মুখতারাতুন নাওয়াযিল ১/২৫৭; তাবয়ীনুল হাকায়েক ১/২৮৪; ফাতহুল কাদীর ১/২৪৪; হালবাতুল মুজাল্লী ২/১০১

Read more Question/Answer of this issue