তাহমীদ - ঢাকা
৬৩২১. Question
কয়েকদিন যাবৎ আমার পায়ের ক্ষতস্থানে ব্যান্ডেজ লাগানো আছে। আমি সেটার ওপর মাসেহ করি। গতকাল আসরের নামাযের আগে আমি ওযু করি এবং তার ওপর মাসেহ করি। ওযুর পর পুরাতন ব্যান্ডেজটি খুলে নতুন ব্যান্ডেজ লাগাই এবং পূর্বের মাসেহের ওপর ভিত্তি করে নামায আদায় করি।
মুহতারাম হুজুরের কাছে জানতে চাই, পূর্বের মাসেহের ওপর ভিত্তি করে আমার নামায আদায় করা কি শুদ্ধ হয়েছে? দয়া করে জানালে উপকৃত হব।
Answer
প্রশ্নোক্ত নতুন ব্যান্ডেজের ওপর পুনরায় মাসেহ করা জরুরি নয়; বরং পুরাতন ব্যান্ডেজের ওপর ঐ মাসেহই এক্ষেত্রে যথেষ্ট। তবে এক্ষেত্রেও নতুন ব্যান্ডেজটির ওপর মাসেহ করে নেওয়া উত্তম।
বাদায়েউস সানায়ে ১/৯১; আলমুহীতুল বুরহানী ১/৩৬২; আলবাহরুর রায়েক ১/১৮৮; ইমদাদুল ফাত্তাহ, পৃ. ১৪২; হালবাতুল মুজাল্লী ১/৩৪৭