আমীনুর রহমান - যশোর
৬৩২০. Question
গত সপ্তাহে আমি অসুস্থতার কারণে পানি ব্যবহার করে ওযু গোসল করতে সক্ষম ছিলাম না। সেসময় একবার আমার ওপর গোসল ফরয হয়। তখন আমি তায়াম্মুম করি এবং অসুস্থতার দিনগুলোতে তায়াম্মুম করেই নামায পড়েছি। হুজুরের কাছে জানার বিষয় হল, সুস্থ হওয়ার পর কি আমি স্বাভাবিকভাবে ওযু করে নামায পড়তে পারব, না আগে ফরয গোসল করে নিতে হবে?
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে পানি ব্যবহারে সক্ষম হওয়ার পর আপনাকে আগে ফরয গোসল করে নিতে হবে। কেননা পানি ব্যবহারে সক্ষম হওয়ার সাথে সাথে ফরয গোসলের পরিবর্তে কৃত আপনার তায়াম্মুমটি ভেঙে যাবে। সুতরাং এক্ষেত্রে সুস্থ হওয়ার পর ফরয গোসল না করে শুধু ওযু করে নামায পড়া সহীহ হবে না। আলী রা. থেকে বর্ণিত, তিনি বলেন-
إِذَا أَجْنَبتَ فَاسْأَلْ عَنِ الْمَاءِ جَهْدَكَ، فَإِنْ لَمْ تَقْدِرْ فَتَيَمَّمْ وَصَلِّ، فَإِذَا قَدَرْتَ عَلَى الْمَاءِ فَاغْتَسِلْ.
তোমার ওপর গোসল ফরয হলে পানি জোগাড় করার চেষ্টা করবে। যদি না পাও তাহলে তায়াম্মুম করে নামায পড়বে। তারপর যখন পানি পাবে তখন গোসল করে নেবে। (মুসান্নাফে আব্দুর রাযযাক, বর্ণনা ৯২৪)
উল্লেখ্য, গোসল করতে সক্ষম হওয়ার আগ পর্যন্ত তায়াম্মুম করে আপনি যে নামাযগুলো পড়েছেন তা আদায় হয়ে গেছে। সেগুলো আর পুনরায় পড়তে হবে না।
কিতাবুল আছল ১/৯০; আলমাবসূত, সারাখসী ১/১১৪; আলবাহরুর রায়েক ১/১৬৯