Jumadal Ula-Jumadal Akhirah 1445 || December 2023

মাসুম - ফেনী

৬৩১৯. Question

ওযুতে কান মাসেহ করার সময় কানের ভেতর-বাহির মাসেহ করার পর কানের ছিদ্রেও আঙুল প্রবেশ করানোর বিধান আছে কি? যদি প্রবেশ করানোর বিধান থাকে, তাহলে কোন্ আঙুল প্রবেশ করাবে?

Answer

ওযুতে কানের ভেতর-বাহির মাসেহ করার সময় কানের ছিদ্রে ভেজা আঙুল প্রবেশ করানো মুস্তাহাব। এক্ষেত্রে দুই কানের ছিদ্রে দুই হাতের কনিষ্ঠাঙ্গুল প্রবেশ করাবে।

হাদীস শরীফে এসেছে, হযরত মিকদাদ রা. বলেন-

رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ، فَلَمَّا بَلَغَ مَسْحَ رَأْسِهِ، وَضَعَ كَفَّيْهِ عَلَى مُقَدَّمِ رَأْسِهِ، فَأَمَرَّهُمَا حَتَّى بَلَغَ الْقَفَا، ثُمَّ رَدَّهُمَا إِلَى الْمَكَانِ الَّذِي بَدَأَ مِنْهُ، وَمَسَحَ بِأُذُنَيْهِ ظَاهِرِهِمَا وَبَاطِنِهِمَا، وَأَدْخَلَ أَصَابِعَهُ فِي صِمَاخِ أُذُنَيْهِ.

আমি রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু করতে দেখেছি, যখন মাথা মাসেহ পর্যন্ত পৌঁছান তখন তিনি এভাবে মাথা মাসেহ করেন যে, উভয় হাতের তালু আঙুলসহ মাথার সামনের অংশে রেখে ক্রমান্বয়ে তা মাথার পশ্চাদ্ভাগ পর্যন্ত নিয়ে যান। অতঃপর পেছনের দিক থেকে তা সামনের দিকে শুরুর স্থানে ফিরিয়ে আনেন।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানের বহিরাংশ ও ভেতরাংশ মাসেহ করেন এবং তিনি উভয় কানের ছিদ্রে আঙুল প্রবেশ করান। (সুনানে আবু দাউদ, হাদীস ১২৩, ১২৪)

-আলমুহীতুল বুরহানী ১/১৭৭; আলমুহীতুর রাযাবী ১/৭৮; ফাতহুল কাদীর ১/২৪; ইমদাদুল ফাত্তাহ, পৃ. ৮২; আদ্দুররুল মুখতার ১/১২৫

Read more Question/Answer of this issue