Rabiul Akhir 1445 || November 2023

আল আমীন - ঢাকা

৬৩১৮. Question

আমার দোকানে দীর্ঘদিন যাবৎ এক হিন্দু কর্মচারী কাজ করে। আমাদের দেখতে দেখতে সেও হাঁচি দেওয়ার পর আলহামদু লিল্লাহবলে। এখন আমার জানার বিষয় হল, তার হাঁচির জবাবে কি ইয়ারহামুকাল্লাহবলা যাবে?

Answer

কোনো অমুসলিম হাঁচি দেওয়ার পর যদি আলহামদু লিল্লাহবলে তাহলে তার জবাবে ইয়ারহামুকাল্লাহনা বলে

يَهْدِيكُمُ اللهُ وَيُصْلِحُ بَالَكُمْ

(আল্লাহ তোমাদের হেদায়েত দান করুন এবং তোমাদের অবস্থা সংশোধন করে দিন) বলবে। হাদীস শরীফে এসেছে, হযরত আবূ মূসা আশআরী রা. বলেন-

كَانَ اليَهُودُ يَتَعَاطَسُونَ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرْجُونَ أَنْ يَقُولَ لَهُمْ: يَرْحَمُكُمُ اللهُ، فَيَقُولُ: يَهْدِيكُمُ اللهُ وَيُصْلِحُ بَالَكُمْ.

ইহুদীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাঁচি দিত, যাতে এর জবাবে তিনি তাদেরকে يَرْحَمُكُمُ اللهُ (আল্লাহ তোমাদের প্রতি দয়া করুন) বলেন। কিন্তু তিনি তাদের উত্তরে বলতেন-

يَهْدِيكُمُ اللهُ وَيُصْلِحُ بَالَكُمْ

[আল্লাহ তোমাদের হেদায়েত দান করুন এবং তোমাদের অবস্থা সংশোধন করে দিন।] (জামে তিরমিযী, হাদীস ২৭৩৯)


-ফাতহুল বারী ১০/৬১৯; উমদাতুল কারী ২২/২২৬; তাবয়ীনুল মাহারিম, পৃ. ৭৫৮; রদ্দুল মুহতার ৬/৪১৪

Read more Question/Answer of this issue