মুরশেদ - পাবনা
৬৩১৫. Question
আমার বড় ভাইয়ের আর্থিক অবস্থা খুবই খারাপ। তিনি যাকাত গ্রহণের উপযুক্ত। তাকে যাকাতের সম্পদ থেকে দিতে মন চাচ্ছে। অন্যদিকে যাকাত বলে দিতেও আমার লজ্জা হচ্ছে।
হুজুর, আমি জানতে চাচ্ছি, তাকে যাকাতের টাকা যাকাতের নিয়তে হাদিয়া বলে দেওয়া জায়েয হবে?
Answer
হাঁ, আপনার ভাই যেহেতু যাকাত গ্রহণের উপযুক্ত, তাই তাকে যাকাতের নিয়তে যাকাতের টাকা হাদিয়া বলে দিলেও যাকাত আদায় হয়ে যাবে।
-ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ২৮; ফাতহুল কাদীর ২/২০৯; ফাতাওয়া বাযযাযিয়া ৪/৮৬; আলবাহরুর রায়েক ২/২১২; মাজমাউল আনহুর ১/২৯০