Rabiul Akhir 1445 || November 2023

হাম্মাদ - রংপুর

৬৩১৪. Question

কয়েকদিন আগে জুমার নামাযের পর মসজিদ থেকে বের হলে মসজিদের সামনে অনেক ফকীর দেখতে পাই। আমার কিছু যাকাতের টাকা ছিল। সেখান থেকে কিছু টাকা ঐ ফকীরদের দান করি। দূর থেকে আমার পাশের বাসার প্রতিবেশী এ দৃশ্য দেখছিল। তার কাছে পৌঁছলে সে আমাকে দুইজন ফকীরের দিকে ইশারা করে হেসে হেসে বলে-

ভাই! আপনি তাদের ব্যাপারে জানেন না, এদের অনেক সম্পদ আছে। ফকীর সেজে ভিক্ষা করে করে আজ তারা অনেক টাকার মালিক। পাশের আরো কয়েকজন তার কথায় সম্মতি জানাল। তারাও বলল, কথা একেবারে বাস্তব। তখন আমার চিন্তা হল যে, আমার যাকাতের কী হবে? তা কি আদায় হয়েছে, নাকি পুনরায় আদায় করতে হবে?

হুজুরের কাছে বিনীত অনুরোধ, এ বিষয়ে সমাধান জানিয়ে বাধিত করবেন।

 

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে তারা যে সম্পদশালী ছিল- তা যেহেতু আপনি জানতেন না; বরং আপনি তাদেরকে যাকাতের উপযুক্ত দরিদ্র মনে করেই যাকাত দিয়েছেন, তাই এর দ্বারা আপনার যাকাত আদায় হয়ে গেছে। তা পুনরায় দেওয়া লাগবে না। তবে ভবিষ্যতে এরকম ঢালাওভাবে যাকাত না দেওয়া উচিত। কারণ দরিদ্রের ভান করে ভিক্ষা করার রেওয়াজ এখন ক্রমেই বেড়ে চলেছে।

-আলমাবসূত, সারাখসী ৩/১২; তুহফাতুল ফুকাহা ১/৩০৫; তাবয়ীনুল হাকায়েক ২/১২৯; ফাতাওয়া হিন্দিয়া ১/১৮৯; রদ্দুল মুহতার ২/৩৫২

Read more Question/Answer of this issue