সাইফুল ইসলাম - যশোর
৬৩১৩. Question
আমি এক মাদরাসায় খেদমত করি। মাদরাসায় আমার গত পাঁচ মাসের বেতন পঞ্চাশ হাজার টাকা পাওনা আছে। এদিকে গত এক বছর যাবৎ আমার কাছে আশি হাজার টাকা আছে। হুজুরের কাছে জানার বিষয় হল, এখন কি আমাকে আশি হাজারের সাথে পাওনা বেতন পঞ্চাশ হাজার টাকারও যাকাত দিতে হবে?
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি যেহেতু বেতনের ঐ টাকা বুঝেই পাননি, তাই আপনাকে উক্ত বকেয়া বেতনের টাকার যাকাত দিতে হবে না। কেননা বেতনের টাকা হস্তগত হওয়ার আগে এর ওপর যাকাত ফরয নয়।
-কিতাবুল আছল ২/৯৩; আলমাবসূত, সারাখসী ২/১৯৬; আলবাহরুর রায়েক ২/২০৮; ইমদাদুল মুফতীন, পৃ. ৩৯৮