আমানুল্লাহ ব্যাপারী - নেত্রকোণা
৬৩১২. Question
আমি একজন ব্যবসায়ী। আমার দোকানে এমন কিছু পণ্য আছে, যেগুলো অনেক দিন ধরে দোকানে পড়ে থাকার কারণে এখন আর বিক্রির উপযোগী নেই। এখন সর্বোচ্চ এগুলো ভাঙ্গারী হিসেবে বিক্রি করা যাবে।
জানতে চাই, এই পণ্যগুলোরও কি যাকাত আদায় করতে হবে?
Answer
দোকানের প্রশ্নোক্ত পণ্যগুলো যেহেতু একেবারে মূল্যহীন হয়ে পড়েনি; বরং সেগুলো ভাঙ্গারী হিসেবে বিক্রি করলেও কিছু মূল্য পাওয়া যাবে, তাই এই মূল্য হিসেবে সেগুলোর যাকাত আদায় করতে হবে।
উল্লেখ্য, যদি আপনার যাকাতযোগ্য অন্য কোনো সম্পদ না থাকে এবং ভাঙ্গারী হিসেবে এগুলোর মূল্য নেসাব পরিমাণ না হয়, তাহলে এর কারণে আপনার ওপর যাকাত ফরয হবে না।
-ফাতাওয়া খানিয়া ১/২৫১; ফাতহুল কাদীর ২/১৬৮; আননাহরুল ফায়েক ১/৪৪২; ফাতাওয়া হিন্দিয়া ১/১৭৯; রদ্দুল মুহতার ২/৩০২