Rabiul Akhir 1445 || November 2023

মাসুম বিল্লাহ - ডেমরা, ঢাকা

৬৩১০. Question

গতকাল আমি বাসায় যোহরের ফরয নামায পড়ছিলাম। তখন পাশের রুম থেকে আমার বৃদ্ধ বাবা আমাকে কয়েকবার ডাকেন; কিন্তু তার আওয়াজ থেকে আমি বুঝতে পেরেছি বড় কোনো সমস্যা নয় যে এখনই সাড়া দিতে হবে, তাঁর ডাকে তখনই সাড়া না দিয়ে নামায চালিয়ে যাই। নামায শেষে তাঁর কাছে গিয়ে জানতে পারি, জরুরি কোনো প্রয়োজনে নয়, এমনিই কিছু কথা বলার জন্য ডেকেছিলেন। তো এক্ষেত্রে আমার জন্য তৎক্ষণাৎ বাবার ডাকে সাড়া না দিয়ে নামায অব্যহত রাখা কি ঠিক হয়েছে, নাকি তখনই নামায ভেঙে তাঁর ডাকে সাড়া দেওয়া উচিত ছিল?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে পিতার ডাকে সাড়া না দিয়ে ফরয নামাযটি সম্পন্ন করা ঠিক হয়েছে। কেননা ফরয নামায পড়া অবস্থায় পিতা-মাতাও যদি ডাকেন, তাহলে সাধারণ ক্ষেত্রে ফরয নামায ছেড়ে দেওয়া ঠিক নয়; বরং নামায শেষ করে তাদের ডাকে সাড়া দেবে। তবে এক্ষেত্রে দীর্ঘ কেরাত না পড়ে যথাসম্ভব তাড়াতাড়ি নামায সম্পন্ন করতে চেষ্টা করবে। অবশ্য পিতা-মাতা বা অন্য কেউ যদি কোনো বিপদে বা দুর্ঘটনায় পড়ে ডেকেছেন বলে মনে হয়, তাহলে সেক্ষেত্রে তৎক্ষণাৎ তার ডাকে সাড়া দেওয়া জরুরি। যদিও এর জন্য ফরয নামায ছেড়ে দিতে হয়। তাদের প্রয়োজন পূরণের পর ঐ নামায আবার পড়ে নেবে।

-আলফাতাওয়া মিন আকাবীলিল মাশায়েখ, পৃ. ৬৯; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/৭১; উমদাতুল কারী ৭/২৮২; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ২০৪; আদ্দুররুল মুখতার ২/৫১

Read more Question/Answer of this issue