সাকিব - ফেনী
৬৩০৯. Question
আমাদের মাদরাসার মসজিদে প্রতিদিন আসরের পর হাফেয ছাত্রদের তিলাওয়াত করে শোনানোর নিয়ম আছে। যারা তিলাওয়াত করে শোনায় তাদের অনেকেই নাবালেগ।
মুহতারামের কাছে জানার বিষয় হল, নাবালেগ ছাত্রদের থেকে কখনো সিজদার আয়াত শুনলে সিজদা আদায় করা ওয়াজিব হবে?
Answer
হাঁ, নাবালেগ ছাত্রদের থেকে বালেগ ব্যক্তি সিজদার আয়াত শুনলেও সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব হবে। যদিও নাবালেগের নিজের ওপর সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব হয় না।
-কিতাবুল আছল ১/২৭২; আলমুহীতুর রাযাবী ১/৪২৯; খুলাসাতুল ফাতাওয়া ১/১৮৪; বাদায়েউস সানায়ে ১/৪৪০; রদ্দুল মুহতার ২/১০৭