Rabiul Akhir 1445 || November 2023

সাকিব - চট্টগ্রাম

৬৩০৮. Question

আমি একদিন যোহরের আগের চার রাকাত সুন্নত পড়ার সময় দ্বিতীয় রাকাতে ফাতেহা ও সূরা মেলানোর পর ভুলক্রমে পুনরায় সূরা ফাতেহা পড়ে ফেলি এবং সাহু সিজদাও করিনি।

এখন আমার জানার বিষয় হল, পুনরায় সূরা ফাতেহা পড়ার কারণে আমার ওপর সাহু সিজদা ওয়াজিব হয়েছিল কি?

Answer

না, প্রশ্নোক্ত ভুলের কারণে আপনার ওপর সাহু সিজদা ওয়াজিব হয়নি। কারণ সূরা ফাতেহার সাথে সূরা মেলানোর পর পুনরায় সূরা ফাতেহা পড়লে সাহু সিজদা ওয়াজিব হয় না। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে সাহু সিজদা না করা ঠিকই হয়েছে। তবে সূরা মেলানোর পর ইচ্ছাকৃত পুনরায় সূরা ফাতেহা পড়বে না।

-আলফাতাওয়া মিন আকাবীলিল মাশায়িখ, পৃ. ৯৯; ফাতাওয়া খানিয়া ১/১২১; খুলাসাতুল ফাতাওয়া ১/১৭৬; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ১৩; রদ্দুল মুহতার ১/৪৬০

Read more Question/Answer of this issue