Rabiul Akhir 1445 || November 2023

কাউসার - কুমিল্লা

৬৩০৭. Question

গত শনিবার আসর নামাযের আযান হলে জামাতের সাথে নামায আদায়ের নিয়তে মসজিদে প্রবেশ করি। ইকামতের পর নতুনভাবে নামাযের নিয়ত না করেই জামাতে শরীক হয়ে যাই।

এখন আমার জানার বিষয় হল, তাকবীরে তাহরীমার সময় পুনরায় নিয়ত না করার কারণে আমার আসরের নামায কি আদায় হয়েছে?

Answer

আপনার উক্ত নামায আদায় হয়ে গেছে। কেননা নিয়ত মূলত অন্তরের সংকল্প বা ইচ্ছার নাম। আর তা তো আপনার ছিলই। কেননা আপনি আসরের নামায আদায়ের নিয়তেই মসজিদে প্রবেশ করেছেন এবং সে উদ্দেশ্যেই তাকবীরে তাহরীমা বলে নামায শুরু করেছেন। আর নামায সহীহ হওয়ার জন্য এই নিয়তই যথেষ্ট।

-আলমাবসূত, সারাখসী ১/১০; বাদায়েউস সানায়ে ১/৩৩০, ৩৩০; খুলাসাতুল ফাতাওয়া ১/৭৯; আননাহরুল ফায়েক ১/১৮৭; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ১/১৯৩

Read more Question/Answer of this issue