Rabiul Akhir 1445 || November 2023

নাইমুর রহমান - যশোর

৬৩০৫. Question

গতকাল চাশতের সময় চার রাকাত নফলের নিয়তে নামায শুরু করি। প্রথম বৈঠকে তাশাহহুদের পর ভুলে দরূদ শরীফ পড়ে ফেলি। কিন্তু নামায শেষ করে সাহু সিজদা করা হয়নি। এক্ষেত্রে সাহু সিজদা না করে নামায শেষ করা কি ঠিক হয়েছে? জানিয়ে বাধিত করবেন।

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি সাহু সিজদা না করে ঠিকই করেছেন। কেননা চার রাকাতবিশিষ্ট সুন্নাতে গায়রে মুআক্কাদা ও নফল নামাযের প্রথম বৈঠকে দরূদ শরীফ পড়া যায়; বরং ফকীহগণ এক্ষেত্রে তাশাহহুদের পর দরূদ ও দুআয়ে মাসূরা পড়া উত্তম বলেছেন। তাই এক্ষেত্রে সাহু সিজদা ওয়াজিব হবে না।

অবশ্য ফরয, ওয়াজিব ও সুন্নতে মুআক্কাদা নামাযের প্রথম বৈঠকে দরূদ শরীফ পড়লে সাহু সিজদা ওয়াজিব হবে।

-আলগায়া, আবুল আব্বাস সারুজী ৪/৩২৭; তাবয়ীনুল হাকায়েক ১/৪৩৩; ফাতহুল কাদীর ১/৩৯৬; হালবাতুল মুজাল্লী  ২/১৮২আদ্দুররুল মুখতার ২/১৬; ইমদাদুল আহকাম ১/৬১১

Read more Question/Answer of this issue