বিনতে আব্দুল্লাহ - ঢাকা
৬৩০২. Question
আমার হায়েযের সাধারণ সময়সীমা হল প্রতি মাসে সাত দিন। কিন্তু এ মাসে হায়েয শুরু হয়ে দশম দিন পর্যন্ত চলমান থাকে। এগারোতম দিন থেকে বন্ধ হয়ে যায়। কিন্তু পঁচিশতম দিনের শুরুতে অর্থাৎ চৌদ্দ দিন পর আবার রক্ত আসা শুরু হয়ে দুই দিন চালু থাকে। এরপর আর দেখা যায়নি। এক্ষেত্রে আমি কতদিন হায়েয গণ্য করব?
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে দশম দিনে রক্ত বন্ধ হওয়ার পর যেহেতু পনের দিন পূর্ণ হওয়ার আগেই পুনরায় রক্ত দেখা গেছে তাই এক্ষেত্রে আপনার সাধারণ অভ্যাস অনুযায়ী এ মাসে প্রথম যখন রক্ত দেখা গেছে তখন থেকে সাত দিন হায়েয গণ্য হবে। এর অতিরিক্ত দিনগুলো ইস্তেহাযা গণ্য হবে। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে অষ্টম দিন থেকে নামায পড়া আপনার ওপর জরুরি ছিল। যদি তখন ফরয গোসল করে উক্ত দিনগুলোতে নামায না পড়ে থাকেন, তাহলে তা কাযা করে নিতে হবে।
-আলমাবসূত, সারাখসী ৩/১৫৪; বাদায়েউস সানায়ে ১/১৫৮; আলবাহরুর রায়েক ১/২১৩; ফাতাওয়া হিন্দিয়া ১/৩৭; রদ্দুল মুহতার ১/২৯০