Rabiul Akhir 1445 || November 2023

তানভীর হাসান - ঢাকা

৬৩০১. Question

একদিন বাড়িতে যোহরের নামাযের সময় ওযু করে চামড়ার মোজা পরিধান করি। হঠাৎ ঐদিন রাতেই আমাকে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওয়ানা হতে হয়। এখন আমি কতদিন মোজার ওপর মাসেহ করতে পারব? মোজা পরিধানের সময় তো মুকীম ছিলাম, পরে সফরে বের হয়েছি।

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি যেহেতু মুকীম অবস্থায় মোজা পরার পর মুকীমের জন্য মাসেহের নির্ধারিত সময়সীমা- এক দিন এক রাত পূর্ণ হওয়ার আগেই সফরে বের হয়েছেন, তাই এক্ষেত্রে আপনি মুসাফিরের জন্য মাসেহের সময়সীমা তিন দিন তিন রাত পূর্ণ করতে পারবেন। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি মোজা পরিধানের পর প্রথমবার ওযু ভাঙার সময় থেকে তিন দিন তিন রাত পর্যন্ত এর ওপর মাসেহ করতে পারবেন।

-কিতাবুল আছল ১/৭৬; শরহু মুখতাসারিত তাহাবী, জাস্সাস ১/৪৫৩; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/৬২; ফাতহুল কাদীর ১/১৩৬; আদ্দুররুল মুখতার ১/২৭৮

Read more Question/Answer of this issue