Rabiul Awal 1445 || October 2023

হুমায়ূন কবির - কেরাণীগঞ্জ, ঢাকা

৬২৯৬. Question

আমি একজন দোকানদার। কখনো এমন হয় যে, ক্রেতারা অনেকগুলো জিনিস একসাথে ক্রয় করার ক্ষেত্রে বেচা-কেনা সম্পন্ন হওয়ার পর ভুলে তার কিছু জিনিস রেখে যায়। তখন আমি ঐ জিনিস আমার হেফাজতে রাখি এবং মালিক আসলে দিয়ে দিই। কিন্তু গত সপ্তাহে এক লোক এক বোতল তেল রেখে যায়। কয়েকদিন পর্যন্ত তা হেফাজতে রাখার পর মালিক না পেয়ে এলাকার এক গরীব লোককে সদকা করে দিই। এর এক দিন পর মালিক এসে আমার কাছে ওটা দাবি করে এবং ক্ষতিপূরণ চায়।

মুফতী সাহেবের কাছে জানার বিষয় হল, এক্ষেত্রে সে কি আমার কাছে তা দাবি করতে পারবে? এবং ক্ষতিপূরণ চাইতে পারবে? আশা করি মাসআলাটি জানাবেন।

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে তেলের মালিক যেহেতু উক্ত সদকার ওপর রাজি হচ্ছে না; বরং সে তার তেলই দাবি করছে, তাই তাকে ঐ পরিমাণ তেল বা এর মূল্য দিয়ে দেওয়া আপনার উপর আবশ্যক। আর ঐ তেল আপনার পক্ষ থেকে সদকা হয়েছে বলে ধর্তব্য হবে। আপনি এর সওয়াব পাবেন।

Ñমুসান্নাফে আবদুর রায্যাক, বর্ণনা ১৮৬৩০; ফাতাওয়া খানিয়া ৩/৩৮৯; আলমুহীতুল বুরহানী ৮/১৭২; তাবয়ীনুল হাকায়েক ৪/২১৬; ফাতাওয়া হিন্দিয়া ২/২৮৯; আদ্দুররুল মুখতার ৪/২৮০

Read more Question/Answer of this issue