Rabiul Awal 1445 || October 2023

মুহাম্মাদ করিম মোল্লা - বগুড়া

৬২৯৪. Question

মৃত্যুর পর মীরাছ বণ্টনে যেন কোনো সমস্যা না হয় তাই আমার সকল জমি জমা ও অন্যান্য সম্পদ সন্তানদের মাঝে ভাগ করে দিয়েছি। মা-বাবার ইছালে সওয়াবের উদ্দেশ্যেও ৪ কাঠা জমি মহল্লার মসজিদে ওয়াক্ফ করেছি। ঐ ওয়াক্ফকৃত জমিতে কাটার উপযুক্ত অনেক ফসল রয়েছে। কিন্তু ওয়াক্ফের সময় ঐ ফসলগুলোর কথা উল্লেখ করা হয়নি।

এখন প্রশ্ন হল, ঐ ফসলগুলোও কি ওয়াক্ফের অন্তর্ভুক্ত হয়ে গেছে, নাকি তা আমরা কেটে নিয়ে আসতে পারব? আশা করি উত্তর জানিয়ে বাধিত করবেন।

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু উক্ত ৪ কাঠা জমি ওয়াক্ফ করার সময় ফসলসহ ওয়াক্ফ করা হয়েছেÑ এমন কোনো কথা বলা হয়নি, তাই উক্ত জমির সাথে ফসলগুলো ওয়াক্ফের অন্তর্ভুক্ত হয়নি; বরং তা আপনার মালিকানাতেই আছে। সুতরাং আপনি তা কেটে নিতে পারবেন।

Ñআলফাতাওয়া মিন আকাবীলিল মাশাইখ, পৃ. ৫৪৪; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ৩/১০৪; জামেউল মুযমারাত ৩/৩৪৩; রদ্দুল মুহতার ৪/৩৬১

Read more Question/Answer of this issue