Rabiul Awal 1445 || October 2023

হিবাতুল্লাহ - রংপুর

৬২৯৩. Question

কিছুদিন আগে আমার ছেলে খুব অসুস্থ হয়ে পড়ে। দিন দিন তার অসুস্থতা বেড়েই চলছিল। তখন আমি তার রোগমুক্তির উদ্দেশ্যে মান্নত করেছিলাম যে, আল্লাহ তাআলা যদি আমার ছেলেকে সুস্থ করে দেন, তাহলে আমি এক মাস রোযা রাখব। এরপর আলহামদু লিল্লাহ আমার ছেলে সুস্থ হয়েছে। এখন আমার জানার বিষয় হল, মান্নতের এই এক মাস রোযা কি লাগাতার রাখতে হবে, নাকি ভেঙে ভেঙে রাখলেও চলবে?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি যেহেতু কোনো মাস নির্ধারণ না করে অনির্দিষ্টভাবে এক মাস রোযা রাখার মান্নত করেছেন, তাই এক্ষেত্রে রোযাগুলো লাগাতার রাখা আবশ্যক নয়; বরং চাইলে লাগাতারও রাখতে পারেন আবার পৃথক পৃথকভাবেও রাখতে পারেন। এক্ষেত্রে মোট ত্রিশটি রোযা রাখতে হবে। তাবেয়ী আতা রাহ. ও ইবরাহীম নাখায়ী রাহ. বলেনÑ

إذَا جَعَلَ الرَّجُلُ عَلَيْهِ صَوْمَ شَهْرٍ، وَلَمْ يُسَمِّ شَهْرًا مِنَ الشُّهُورِ، قَالَ : إِنْ شَاءَ تَابَعَ، وَإِنْ شَاءَ فَرَّقَ.

কোনো ব্যক্তি যদি এক মাস রোযা রাখার মান্নত করে এবং এক্ষেত্রে কোনো মাস নির্ধারণ না করে, তাহলে সে চাইলে (এই রোযাগুলো) লাগাতারও রাখতে পারে আবার চাইলে পৃথক পৃথকও রাখতে পারে। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১২৬৩৬)

অবশ্য মান্নত করার সময় যদি আপনি রোযাগুলো লাগাতার রাখার নিয়ত করে থাকেন, তাহলে সেক্ষেত্রে এই রোযাগুলো লাগাতারই রাখতে হবে।

Ñকিতাবুল আছল ২/১৬৯; আলমাবসূত, সারাখসী ৩/৯৪; আলমুহীতুল বুরহানী ৩/৩৭৩; ফাতহুল কাদীর ৪/৩৭৫; ফাতাওয়া হিন্দিয়া ১/২১০

Read more Question/Answer of this issue