Rabiul Awal 1445 || October 2023

রায়হান মাহমুদ - চট্টগ্রাম

৬২৮৯. Question

আলহামদু লিল্লাহ, গত কয়েকদিন আগে হজ্ব করে এসেছি। সেখানে গিয়ে প্রথমে ওমরার কাজ সম্পন্ন করি। অতঃপর হজ্বের অপেক্ষায় থাকি। কিন্তু যিলহজ্বের আট তারিখ হালকা হালকা জ্বর ও মাথাব্যথা শুরু হয়। সন্ধ্যায় জ্ব ও মাথাব্যথা বেড়ে যাওয়ায় ঐদিন মিনায় যেতে পারিনি। এমনকি ঐ তারিখ দিবাগত রাতেও মক্কায় অবস্থান করি। পরদিন সকালে শরীর কিছুটা ভালো লাগলে বাসা থেকে সরাসরি আরাফার ময়দানে চলে যাই। পরে এব্যাপারে মুআল্লিম সাহেবকে জিজ্ঞেস করলে তিনি বললেন, এতে কোনো জরিমানা আসবে না।

জানতে চাই, আসলেই কি আমার ওপর উক্ত অবস্থায় কোনো জরিমানা ওয়াজিব হয়নি? দয়া করে জানাবেন।

Answer

৮ যিলহজ্ব সূর্য ঢলে যাওয়ার পর মিনায় গমন করা মুস্তাহাব। আর ঐদিন মিনায় রাত্রিযাপন করা সুন্নত। সুতরাং বিশেষ ওজর ছাড়া মিনায় অবস্থান ত্যাগ করা যাবে না। অবশ্য ছুটে গেলে কোনো জরিমানা আসবে না। বিশেষ ওযরে ছুটে গেলে গোনাহও হবে না। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে অসুস্থতার কারণে আপনি যেহেতু মিনায় যেতে পারেননি তাই এতে কোনো সমস্যা হয়নি।

Ñআলমুহীতুর রাযাবী ২/১৬৬; ফাতাওয়া খানিয়া ১/২৯৩; আলবাহরুর রায়েক ২/৩৩৫; আলইখতিয়ার ১/৪৬৫; ফাতাওয়া হিন্দিয়া ১/২২৭

Read more Question/Answer of this issue