Rabiul Awal 1445 || October 2023

মুহাম্মাদ জাওয়াদ - হালিশহর, চট্টগ্রাম

৬২৮৮. Question

জনৈক ব্যক্তি রমযানের একটি রোযা রেখে ভেঙে ফেলেছিল। এখন সে ঐ রোযার কাফফারা আদায় করতে চায়। এজন্য সে মার্চের প্রথম তারিখ থেকে দুই মাস রোযা রাখার নিয়ত করে। কিন্তু মার্চের প্রথম তারিখের রাতে তার ঐ রোযা রাখার কথা স্মরণ ছিল না। এভাবে সে রাতে ঘুমিয়ে পড়ে এবং ঘুম থেকে ওঠার পর সকাল হলে তার ঐ রোযার কথা স্মরণ হয়। যেহেতু সে সুবহে সাদিকের পর থেকে তখন পর্যন্ত কিছুই খায়নি, তাই সে ঐ অবস্থাতেই ঐ রোযার নিয়ত করে নেয়।

মুফতী সাহেবের কাছে জানতে চাই, তার ঐ রোযা কি কাফফারার রোযা হিসেবে আদায় হবে?

Answer

প্রশ্নোক্ত রোযাটি কাফফারার রোযা হিসাবে আদায় হবে না; বরং তা নফল হিসেবে ধর্তব্য হবে। কেননা কাফফারার রোযার নিয়ত রাতেই করতে হয়। সুবহে সাদিকের পর কাফফারার রোযার নিয়ত করা সহীহ নয়। সুতরাং এক্ষেত্রে তাকে নতুন করে ধারাবাহিক ষাটটি রোযা রাখতে হবে।

Ñশরহু মুখতাসারিত তাহাবী, জাস্সাস ২/৪০১; আলমুহীতুর রাযাবী ২/৬; তাবয়ীনুল হাকায়েক ২/১৫৩; আদ্দুররুল মুখতার ২/৩৮০; রদ্দুল মুহতার ২/৩৮০

Read more Question/Answer of this issue