মাহমুদ - গোপালগঞ্জ
৬২৮৪. Question
ক. রমযান মাসে তারাবীর নামাযের সময় অনেক সুস্থ সবল মানুষকে দেখা যায়, বসে বসে তারাবীর নামায পড়ে। জিজ্ঞাসা করলে বলে যে, সারা দিন কাজ-কর্ম করে এত লম্বা নামায দাঁড়িয়ে পড়তে কষ্ট হয়।
জানার বিষয় হল, কারো যদি বিশ রাকাত তারাবীর নামায দাঁড়িয়ে পড়তে কষ্ট হয় তাহলে কি সে বসে বসে পড়তে পারবে?
খ. অনেক মুসল্লিকে দেখা যায়, তারাবীর নামাযের সময় ইমাম নামায শুরু করে দেয়ার পরও বসে থাকে। অতঃপর ইমাম যখন কেরাত শেষ করে রুকুতে যান তখন তাড়াতাড়ি উঠে তাকবীরে তাহরীমা বলে নামাযে শরীক হয়। জানার বিষয় হল, এ কাজটি কি ঠিক?
Answer
ক. বিনা ওজরে তারাবীর নামায বসে পড়া মাকরূহ। তবে অসুস্থতা বা কোনো ওজরের কারণে যদি দাঁড়িয়ে পড়তে কষ্টকর হয় তাহলে বসে পড়তে পারবে। তবে এক্ষেত্রে নিচে বসে জমিনে সেজদা করে নামায পড়বে। এভাবে জমিনে সেজদা করে নামায পড়তে সক্ষম হলে চেয়ারে বসে নামায পড়তে পারবে না।
খ. প্রশ্নোক্ত কাজটি মাকরূহ। এটা নামাযের ব্যাপারে অলসতা ও উদাসীনতার প্রমাণ বহন করে। তাই এ থেকে বিরত থাকা কর্তব্য। Ñআলমাবসূত, সারাখসী ২/১৪৭; ফাতাওয়া খানিয়া ১/২৪৩; আলবাহরুর রায়েক ২/৬৯; আদ্দুররুল মুখতার ২/৪৮; রদ্দুল মুহতার ২/৪৮