Rabiul Awal 1445 || October 2023

রায়হান - কুমিল্লা

৬২৮০. Question

আমি সর্বদা তাকবীরে উলার সঙ্গে নামায আদায় করি। গতকাল হঠাৎ যোহরের নামাযে তাকবীরে উলা ছুটে যায়। ইমামের সঙ্গে তৃতীয় রাকাতে শরীক হই। চতুর্থ রাকাতের বৈঠকে আমি সন্দেহে পড়ে যাই যে, আমি কি শুধু তাশাহহুদ পড়ব? কারণ তা আমার জন্য প্রথম বৈঠক। নাকি দরূদ ও দুআয়ে মাসূরাও পাঠ করতে পারব?

বিষয়টি সম্পর্কে জানিয়ে বাধিত করবেন।

 

Answer

মাসবুক ইমামের সঙ্গে শেষ বৈঠকে শুধু তাশাহহুদ পড়বে। কারণ ইমামের এটি শেষ বৈঠক হলেও মাসবুকের তা প্রথম বৈঠক। অবশ্য এক্ষেত্রে মাসবুক তাশাহহুদ ধীরে ধীরে পড়বে। যেন তা ইমামের সালাম পর্যন্ত দীর্ঘায়িত হয়। আর যদি সালামের আগেই পড়া শেষ হয়ে যায়, তাহলে সে পুনরায় শুরু থেকে তাশাহহুদ পড়তে পারে। আবার চাইলে সে চুপও থাকতে পারে। অবশ্য ইমামের অনুসরণ করে সে দরূদ ও দুআ মাসুরাও পড়তে পারবে। ইমাম সারাখসী রাহ. এমনটিই বলেছেন।

Ñআলমাবসূত, সারাখসী ১/৩৫; ফাতাওয়া খানিয়া ১/৪০৩; খুলাসাতুল ফাতাওয়া ১/১৬৫; আলবাহরুর রায়েক ১/৩২৭; আদ্দুররুল মুখতার ১/৫১১; রদ্দুল মুহতার ১/৫১১

Read more Question/Answer of this issue